Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সাব-রেজিস্ট্রীঅফিসএর উল্লেখযোগ্য কার্যক্রমগুলি হলঃ স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন প্র্রকারের দলিল রেজিস্ট্রেশন, রেজিস্ট্রীকৃত দলিলের তথ্য সমূহ সংরক্ষন করা, অগ্রহী পক্ষকে রেজিস্ট্রীকৃত দলিলের তথ্য সমূহ ও অনুলিপি(সার্টিফাইড কপি) সরবরাহ করা, সরকারী রাজস্ব আদায় করা, সংশ্লিষ্ট ভূমি অফিসে LT নোটিশ প্রেরন করা, ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অনুকুলে দায়মূক্ত সনদ(NEC)ইস্যু করা, দেওয়ানী আদালতের মামলায় জমির মালিকানা সংক্রান্ত বিরোধের নিস্পত্তির প্রয়োজনে রেকর্ড-পত্র উপস্থাপন করা ইত্যাদি ।

রেজিস্ট্রেশন বিভাগ সেবা প্রদান ও সরকারী রাজস্ব আদায়ে এ দেশের একটি গুরুত্বপূর্ন বিভাগ । চলতি অর্থ বছরে রেজিস্ট্রেশন বিভাগের মোট রাজস্ব আয়ের পরিমান প্রায় তিন হাজার কোটি টাকা । রাজস্ব আদায়ের পাশাপাশি সম্পত্তি হস্তান্তরের দলিল রেজিস্ট্রির মাধ্যমে জনগনের জমির মালিকানার বৈধতা প্রদান এবং সম্পত্তি হস্তান্তরের স্থায়ী রেকর্ড সৃষ্টির মাধ্যমে ও প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে এ দেশের মানুষকে এ বিভাগ গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে। 

 

সেবা সমূহঃ

ক) শ্রেণী ভিত্তিক জমী ক্রয় ও বিক্রয়ের সকল প্রকার দলিল রেজিষ্ট্রি করা হয়।

খ) দলিল রেজিষ্ট্রি করনের পর দলিলের বিপরীতে রশিদ দেওয়া হয়।

গ) রশিদের মাধ্যমে দলিল নকল হওয়ার পরমূল দলিল ফেরত দেওয়া হয়।

ঘ) বালাম বহি ও সূচি বহি সংরক্ষণ করা হয়।

ঙ) কর্যবিশেষ তল্লাশ বা পরিদর্শন করা হয়।

ক্রমিক নং

সেবার ধরণ

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্মকর্তার পদবী

উর্ধ্বতন কর্তৃপক্ষ

০১

রাজস্ব আদায়

৯.০০ ঘটিকা হইতে ৩.০০ ঘটিকা পর্যন্ত

সাব-রেজিষ্ট্রার

সুজানগর, পাবনা।

জেলা রেজিষ্ট্রার, পাবনা

০২

দলিল রেজিষ্ট্রি করণ বা মোক্তারনামা তসদিক করণ

০১ দিন

০৩

রেজিষ্ট্রি কলণ আমত্ব মূল দলিল ফেরত গ্রহণ

০১ বৎসর হইতে ০৩ বৎসর পর্যন্ত

০৪

তসদিক কৃত মোক্তারনামা ফেরত গ্রহণ

০১ দিন

০৫

দলিলের নকল সংগ্রহ

০১ হইতে ০৭ দিন

০৬

সম্পত্তি হসত্ব মত্মব সংক্রমাত্ব তথ্য সংগ্রহ

০১২২/৩০৭ দিন

০৭

দলিল মুসাবিদক করণ প্রস্ত্তুত করণ, লিয়ন বিষয়ক সহায়তা গ্রহণ

০১ দিন

সম্পদ প্রাপ্ত দলিল লেখক

সাব-রেজিষ্ট্রার, সুজানগর, পাবনা।

০৮

দলিল মুসাবিদক করণ প্রস্ত্তুত করণ লিয়ন বিষয়ক রেজিষ্ট্রি করণের সহায়তা গ্রহণ

০১ দিন

০৯

দলিলের নকল বা তথ্য সংগ্রহ বিষয়ে সহায়তা গ্রহণ

০১ দিন

১০

মূল দলিল সংগ্রহে সহায়তা গ্রহণ

০১ দিন

১১

যে কোন আবেদন দরখাসত্ম ইত্যাদি লিয়নে সহায়তা গ্রহণ

০১ দিন