উপজেলা পরিষদের আওতাধীন উপজেলা সহকারী জজ আদালত বিল্ডিং বর্তমানে সাব-রেজিষ্ট্রার অফিস, সুজানগর উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন সমূহের রেজিস্ট্রি কার্যক্রম পরিচালত হচ্ছে। প্রতিটি উপজেলায় একটি করে সাব-রেজিস্ট্রী অফিসরয়েছে। তবে কোন কোন বড় উপজেলায় একাধিক সাব-রেজিস্ট্রী অফিসরয়েছে। অপরদিকেসিটি কর্পোরেশন এলাকায় একাধিক থানা(পুলিশ স্টেশন)নিয়ে একেকটি সাব-রেজিস্ট্রী অফিসের অধিক্ষেত্র গঠিত হয়েছে। এই অফিস আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়েরআওতাধীন ও মহা পরিদর্শক, নিবন্ধন-এর অধীনপরিচালিত। সাব-রেজিস্ট্রীঅফিস এ সম্পত্তি ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় অর্থাৎ ভুমিসহঅন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য দলিল রেজিস্ট্রী করা হয়।রেজিস্ট্রেশনের মাধ্যমে স্ট্যাম্পশুল্কসহ বিভিন্ন শুল্ক,করাদি,ফিসাদিঅর্থাৎ রাজস্ব আদায় পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস